স্পোর্টস ডেস্ক:: হাফ সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না বাবর আজম। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ব্ল্যাক ক্যাপসরা জিতেছে ৩-০ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৪৩ রানে হারিয়েছে পাকিস্তানে।
মাউন্ট ম্যাঙ্গানুয়ে আগে ব্যাট করা নিউজিল্যান্ড রাইস মারিউ ও মিচেল ব্রেসওয়েলের হাফ সেঞ্চুরিতে ২৬৪ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান বাবর আজমের হাফ সেঞ্চুরির পরও ২২১ রান তুলতে সমর্থ হয়।
টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড নির্ধারিত ৪১ ওভারে আট উইকেটে ২৬৪ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেছেন অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। ছয় ছক্কা ও এক চারে ৪০ বলে সাজানো ছিলাে অধিনায়কের ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেছেন রাইস মারিউ। ৬১ বলের ইনিংস সাজিয়েছেন ছয় চার ও দুই ছক্কায়। এছাড়াও ৪৩ রান করেছেন ডেরিল মিচেল। ৩১ রান করেছেন হেনরি নিকোলাস।
পাকিস্তানের হয়ে আকিফ জাভেদ চারটি ও নাসিম শাহ দু’টি করে উইকেট লাভ করেন।
২৬৫ রানের টার্গেটে খেলতে নামা পাকিস্তান বাবর আজমের হাফ সেঞ্চুরির পরও ৪০ ওভারে অলআউট হয়ে যায় ২২১ রানে। ইনিংস সর্বোচ্চ ৫০- রান করেছেন বাবর। চার চার ও এক ছক্কায় সাজান ৫৮ বলের ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ করেছেন অধিনায়ক রিজওয়ান। ৩২ বলের ইনিংস সাজিয়েছেন দুই চার ও এক ছক্কায়। ৩৩ রান করে সংগ্রহ করেছেন আব্দুল্লাহ শফিক ও তাইব তাহির।
নিউজিল্যান্ডের হয়ে বিন শ্রেয়ার্স পাঁচটি উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০