স্পোর্টস ডেস্ক:: ব্যাটে-বলে দারুণ সময় কাটাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ধারাবাহিক ভালো খেলার পুরস্কার পাচ্ছেন তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাবর-রিজওয়ানদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শীঘ্রই বাড়ছে তাদের বেতন।
বর্তমানে যে বেতন পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা, সেখান থেকে তাদের বেতন বাড়ছে প্রায় ৪ গুণ বেশি। ২০২৩-২০২৪ মৌসুমের জন্য ক্রিকেটারদের সাথে চুক্তির প্রস্তুুতি নিচ্ছেন পিসিবি। সেখানেই বাড়ছে তাদের বেতন। পাশাপাশি বাড়ানো হবে অন্যান্য সুযোগ-সুবিধাও।
পিসিবির প্রধান জাকা আশরাফ ক্রিকেটারদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন বেতন কাঠামোতে পাকিস্তানের তারকা ক্রিকেটাররা পাবেন ৪৫ মিলিয়ন পাকিস্তানী রুপি। মাসিক এই বিপুল পরিমাণ বেতন পাবেন বাবর, রিজওয়ান, শাহিন আফ্রিদী-নাসিম শাহদের মতো ক্রিকেটাররা।
শীর্ষ স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি অন্যান্য ক্রিকেটারদেরও বেতন বাড়ানো হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সব ক্রিকেটারের জন্যই বাড়াচ্ছে এই সুযোগ-সুবিধা। পিসিবি আশা করছে এতে করে ক্রিকেটারদের পারফরম্যান্সে আরো উন্নতি ঘটবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post