স্পোর্টস ডেস্কঃ টমাস টুখেলের জায়গায় ভিনসেন্ট কোম্পানিকে কোচের পদে নিয়োগ দিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাবেক ম্যানচেস্টার সিটি তারকাকে নিয়োগের খবর জানিয়েছে জার্মান ক্লাবটি। কোম্পানির সঙ্গে বায়ার্নের চুক্তি হয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। অর্থাৎ দুপক্ষের মধ্যে কোনো ঝামেলা না হলে আগামী ৩ আসর বায়ার্নের ডাগআউটে দেখা যাবে বেলজিয়ান এই কোচকে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কোম্পানি জানালেন, বায়ার্ন মিউনিখকে আবারও চ্যাম্পিয়নের বেশে ফেরানোর চ্যালেঞ্জ। সাবেক ম্যানচেস্টার সিটি তারকা বলেন, ‘আমার দলের জন্য সেটা খুব সোজা। আপনি সেভাবেই কোচিং করাবেন, ব্যক্তি হিসেবে আপনি ঠিক যেমন। ফুটবলার হিসেবে আমার ব্যক্তিত্ব হলো, আমি ব্রাসেলসের রাস্তায় বেড়ে উঠেছি। আমি অ্যান্ডারলেখটের একাডেমিতে ছিলাম, যেখানে ৬ থেকে ২০ বছরের মধ্যে সবকিছু জিততে হবে।’
২০২০ সালে ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন কোম্পানি। এরপর ২০২২ সালে তিনি স্বদেশি ক্লাব আন্ডারলেখটের দায়িত্ব ছেড়ে বার্নলিতে যোগ দেন। ইংলিশ ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল পাঁচ বছর। এদিকে এর আগে মৌসুমের মাঝপথে জুলিয়ান নাগালসম্যানকে সরিয়ে বায়ার্ন দায়িত্ব দেয় টুখেলকে। যার অধীনে এ মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি বায়ার্ন। ১১ বছর পর ক্লাবটি বুন্দেসলিগা শিরোপা ধরে রাখতেও ব্যর্থ হয়। মৌসুমজুড়ে ক্লাবটির পারফরম্যান্সও ছিল প্রত্যাশার অনেক নিচে। গত ফেব্রুয়ারিতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩ ম্যাচ হারের পরেই বায়ার্ন ঘোষণা দেয় মৌসুম শেষে ক্লাব ছাড়বেন টুখেল। তার পর থেকেই বাভারিয়ানরা নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে। বায়ার্ন বায়ার লেভারকুসেনের জাবি আলোনসোকে প্রথমে কোচ বানানোর জন্য জোর চেষ্টা চালিয়েছিল। কিন্তু এই মুহূর্তে কোথাও যেতে চান না বলে জানিয়ে দেন লেভারকুসেনের হয়ে ইতিহাস গড়া এই স্প্যানিশ কোচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post