স্পোর্টস ডেস্ক:: বায়ার্ন মিউনিউখ-বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ দিয়েই টমাস টুখেলের যাত্রা শুরু হলো। প্রথম ম্যাচেই নতুন কোচ বায়ার্নকে জেতালেন ৪-২ গোলে। তাতেই বুন্দেস লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বায়ার্ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মিশনে টুখেলের হাতে তুলে দেয় দলের দায়িত্ব। নতুন কোচের অধীনে বায়ার্নও শিরোপার দৌড়ে এগিয়ে গেলো।
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটি দিয়েই টমাস টুখেলের যাত্রা শুরু হলো বায়ার্নে। এই জয়ে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বায়ার্ন। সমান ম্যাচ খেলা বরুসিয়া ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে।
ছয় গোলের ম্যাচটিতে প্রথমার্ধে এসে তিন গোল। যার সবগুলোই বায়ার্নের। দ্বিতীয়ার্ধে এসেছে আরো তিন গোল। তাতে দুই গোল শোধ দিয়েছে বরুসিয়া। নিজেদের ভুলে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বরুসিয়া। ১৩তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন গোলরক্ষক গ্রেগর কোবেলে। তাতেই বায়ার্ন এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে। প্রতিপক্ষের উপহাতে এগিয়ে যাওয়া বায়ার্নকে মিনিট পাঁচেক পরেই এগিয়ে দেন লাগান মুলার। ম্যাচের ১৮তম মিনিটে গোল করেন তিনি।
দ্রুত লিড পেয়ে যাওয়া বায়ার্নকে ম্যাচের ২৩তম মিনিটেই ৩-০ গোলে এগিয়ে দেন টমাস মুলার নিজের দ্বিতীয় গোল পূর্ণ করে। লেরয় সানের শট ঠেকিয়ে দেন বরুসিয়ার গোলরক্ষক। তবে বল হাত থেকে ফসকে যাওযার সুযোগ কাজে লানা মুলার।
পিছিয়ে পড়া বরুসিয়া ডর্টমুন্ডে প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিগ শিরোপার দৌড়ে থাকা বায়ার্ন।
দ্বিতীয়ার্ধের শুরুতে কোম্যান বরুসিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ৫০তম মিনিটে দারুণ এক গোলে বায়ার্নকে তিনি এগিয়ে দেন ৪-০ গোলে। বড় ব্যবধানে পিছিয়ে পড়া বরুসিয়া শেষের দিকে দু’টি গোল শোধ করে। তাতে কেবল হারের ব্যবধান কমেছে। ৭২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এমরে কান ব্যবধান ৪-১ করেন। ম্যাচের অন্তিম সময়ে ডেনিয়েল মালান আরেকটি গোল করেন। তাতে বায়ার্ন ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post