স্পোর্টস ডেস্কঃ অনেকটা দুঃসময় পার করছে বার্সেলোনা। মৌসুম শেষ হতেই নাটকীয়ভাবে কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্ত করেছে ক্লাবটি। এরপর সেই জায়গায় হ্যান্সি ফ্লিককে ঢেরায় ভিড়িয়েছে কাতালান জায়ান্টরা। তার হাতেই তুলে দেওয়া হয়েছে বার্সার কোচের দায়িত্ব। ফ্লিককে দায়িত্ব দেওয়ার মধ্যেই নতুন আলোচনার জন্ম দিল।
অতীতে বার্সেলোনাকে ইতিহাস গড়া সাফল্য এনে দেওয়া পেপ গার্দিওলা কী আবারও ফিরতে পারেন কোচিং পদে? তবে গার্দিওলা জানিয়ে দিয়েছেন, তিনি আর ফিরবেন না সেখানে। আর কারণ হিসেবে উল্লেখ করেছেন, বয়স হয়ে গেছে। স্পেনে ছুটি কাটাতে অবস্থান করা গার্দিওলা শুভকামনা জানিয়েছেন বিদায়ি কোচ জাভি ও নতুন কোচ ফ্লিক, দুজনকেই।
বার্সায় ফেরার প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘বার্সেলোনাকে আবারও কোচিং করানোর দরজা আমার জন্য বন্ধ। অনেক বয়স হয়ে গেছে আমার।’
দুই কোচ নিয়ে গার্দিওলার ভাষ্য, ‘জাভির জন্য আমার সর্বোচ্চ শুভকামনা থাকল। আমি নিশ্চিত সে নতুন একটা দল খুঁজে নেবে। আর হ্যান্সির জন্য পৃথিবীর সবটুকু শুভকামনা। আমি নিশ্চিত, সে ভালো করবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post