স্পোর্টস ডেস্কঃ নতুন কোচ হিসেবে হ্যান্সি ফ্লিকের নাম ঘোষণা করল বার্সেলোনা। জাভি হার্নান্দেজকে সরিয়ে এই জার্মান কোচকে ২ বছরের নিয়োগ দিয়েছে কাতালান ক্লাবটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
বায়ার্ন মিউনিখের ট্রেবলজয়ী কোচ ছিলেন ফ্লিক। ২০২১ সালে জার্মানির জাতীয় দলের দায়িত্বও তুলে দেয়া হয় তাকে। তবে তার অধীনে দলের ব্যর্থতার পর বরখাস্ত করা হয় এই কোচকে। এরপর আর নতুন করে কোনো দলের দায়িত্ব নেননি তিনি।
ফ্লিক প্রত্যয়ী কণ্ঠে বলেছেন বায়ার্নে পাওয়া সাফল্যের ধারা বার্সেলোনাতেও বয়ে আনতে চান তিনি। ফ্লিক বলেন, ‘অসাধারণ এই ক্লাবের হয়ে কাজ শুরু করার জন্য আমি উন্মুখ। এখানে আসার পর থেকে দেখেছি যে, সবাই এই ক্লাবটিকে ভালোবাসে এবং সাফল্যের জন্য তাদের সেরাটা দেয়।’
‘অভিজ্ঞ ও প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের দারুণ মিশ্রণ আছে দলে। আমি মনে করি, আমাদের উন্নতি করার জন্য কাজ করতে হবে। বায়ার্ন মিউনিখের হয়ে আমি কয়েকটি শিরোপা জিতেছি এবং সাফল্যের এই পথচলা বার্সেলোনায় অব্যাহত রাখতে চাই। একসঙ্গে আমরা অনেক কিছু অর্জন করতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post