স্পোর্টস ডেস্কঃ কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করল বার্সেলোনা। বুধবার রাতে ইন্টারসিটির বিপক্ষে বার্সা পেয়েছে কষ্টার্জিত জয়। ম্যাচে বল দখলের লড়াইয়ে আধিপত্য থাকলেও সোলদেভিয়া পুইগ নামের তরুণ কাতালানদের নাকানিচুবানি খাইয়েছেন। বার্সার শক্তিশালী স্কোয়াডের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে হ্যাটট্রিক করেছেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। যদিও তার দল জাভি হার্নান্দেজের শিষ্যদের কাছে ৪-৩ গোলে হেরে যায়।
এমন কঠিন জয়ের পর স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট জাভি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এই ফলাফলে আমাদের খুশি হওয়ার কিছু নেই। তবে কাপের ম্যাচে এরকম কিছু হয়েই থাকে। শীর্ষ বিভাগের সাতটি দল ছিটকে গেছে এর মধ্যে। আমরা বারবার এগিয়ে গিয়েও খেলাটা শেষ করে দিতে পারিনি। আমরা অনায়াসেই ২-০ বা ৪-২ করতে পারতাম, কিন্তু নিজেদের কাজ কঠিন করে তুলেছি।’
জাভি আরো বলেন, ‘বক্সের ভেতর আমরা যথেষ্ট ভালো ছিলাম না। এস্পানিওলের বিপক্ষে ম্যাচের পরও (লা লিগায়, শনিবার) একই আলোচনা ছিল আমাদের। তার পরও আজকে ঠিক হয়নি। ওই ম্যাচ ছিল একটি সতর্কবার্তা, এই ম্যাচ আরেকটি।’
বিশ্বকাপ বিরতি শেষ মাঠে ফিরে গত শনিবার লা লিগায় পয়েন্ট হারায় বার্সা। কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। আগামী রোববার লিগ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদ। এই ম্যাচসহ লিগে নিজেদের পরবর্তী দুই ম্যাচে বার্সা সার্ভিস পাবে না রবার্ত লেভানডফস্কির। ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এই পোলিশ ফরোয়ার্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post