স্পোর্টস ডেস্কঃ উয়েফার জরিমানার মুখে পড়েছে বার্সা, তাদের গুনতে হবে প্রায় ৩৭ লাখ ৪৪ হাজার টাকা (৩২ হাজার ইউরো)। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে।
গ্যালারিতে উদযাপনের সময় আগুন জ্বালানো এবং পিএসজির হোম ভেন্যু পার্ক দ্য প্রিন্সেসের ক্ষতিসাধনের দায়েও এই জরিমানা করা হয় কাতালানদের। আরেকটি শাস্তি পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা, জরিমানা ছাড়াও বার্সাকে উয়েফার পরবর্তী এক ম্যাচে নিজেদের সমর্থক ছাড়াই খেলতে হবে। ওই ম্যাচে তাদের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।
এছাড়া এই কারণে স্প্যানিশ ক্লাবটিকে ৩২ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। সমর্থকদের মাধ্যমে হওয়া স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি মেটানোর জন্য পিএসজির সঙ্গে মীমাংসা করতে বার্সেলোনাকে ৩০ দিন সময় দিয়েছে উয়েফা। এদিকে প্রথম লেগ খেলতে বার্সা উড়ে গিয়েছিল প্যারিসে। যেখানে তারা ম্যাচটি জিতে নেয় ৩-২ ব্যবধানে। কিন্তু ঘরের মাঠ স্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে মুদ্রার অপরপিঠ দেখে জাভি হার্নান্দেজের দল। মাত্র ১২ মিনিটে এগিয়ে শেষ পর্যন্ত তাদের ৪-১ ব্যবধানে হারতে হয়েছে। অ্যাগ্রিগেটে ৬-৪ ব্যবধানে জিতে কিলিয়ান এমবাপেরা পা রাখে সেমিফাইনালে।
Discussion about this post