স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে রিয়াল বেতিসের বিপক্ষে টাইব্রেকারে জিতেছে কাতালানরা। টাইব্রেকারে বেতিসের ২টি শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক মার্ক টের স্টেগান। ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জাভি হার্নান্দেজের দল। ভ্যালেন্সিয়াকে আগের দিন হারিয়ে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে বেতিসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুদলের উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ ও অতিরিক্ত সময় ২-২ সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে বেতিসের প্রথম দুটি শটে গোল করেন উইলিয়ান জোসে ও লরেন মোরন। হুয়ানমি ও উইলিয়াম কারভালিয়োর শট দুটি ঠিক দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্টেগান।
বার্সেলোনাকে ফাইনালে তুলে উচ্ছ্বসিত গোলরক্ষক স্টেগান। ম্যাচ শেষে এই জার্মান ফুটবলার বলেন, ‘দারুণ এক ম্যাচ ছিল এটি, এমন ম্যাচ সমর্থকরা যা দেখে মজা পায়। আমি নিজেকে নিয়ে গর্বিত। আমার মনে হয়, গত বছর থেকে নিজের ক্যারিয়ার ও জীবনের খুব ভালো সময় কাটাচ্ছি।’
বেতিসের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে স্টেগান বলেন, ‘আমাদের জন্য ম্যাচটি কঠিন ছিল, বিশেষ করে বিরতির পর। কারণ, বল দখলের লড়াইয়ে দাপট ছিল ওদের এবং আমাদের জন্য কাজ কঠিন করে তোলে ওরা। মাঝমাঠে ওরা অনেক এগিয়ে ছিল এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল। কঠিন লড়াই করে সামনে এগোতে হয়েছে আমাদের।’
আগামী রোববার মাঠে গড়াবে স্প্যানিশ সুপার কাপের ‘এল ক্লাসিকো।’
Discussion about this post