স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে রিয়াল বেতিসের বিপক্ষে টাইব্রেকারে জিতেছে কাতালানরা। টাইব্রেকারে বেতিসের ২টি শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক মার্ক টের স্টেগান। ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জাভি হার্নান্দেজের দল। ভ্যালেন্সিয়াকে আগের দিন হারিয়ে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে বেতিসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুদলের উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ ও অতিরিক্ত সময় ২-২ সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে বেতিসের প্রথম দুটি শটে গোল করেন উইলিয়ান জোসে ও লরেন মোরন। হুয়ানমি ও উইলিয়াম কারভালিয়োর শট দুটি ঠিক দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্টেগান।
বার্সেলোনার হয়ে প্রথম তিন শটে গোল করেন রবের্ত লেভানডফস্কি, ফাঙ্ক কেসিয়ে ও আনসু ফাতি। পরের শটে পেদ্রি জালের দেখা পেতেই নিশ্চিত হয়ে ফাইনাল। এর আগে নির্ধারিত সময়ের খেলায় গোল পেয়েছেন লেভা ও ফাতি। আর বেতিসের হয়ে গোল করেন নাবিল ফেকির ও লরেন মোরন।
কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৪০তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। লেভার প্রথম শট স্লাইড করে ঠেকান লুইস ফেলিপে। ফিরতি শটে জাল খুঁজে নেন পোল্যান্ড অধিনায়ক। ৭৭ মিনিটে সমতা ফেরায় বেতিস। লুইস হেনরিকের কাছ থেকে বল পেয়ে বার্সা গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন ফেকির।
৯৩তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন ফাতি। মার্কোস আলোনসোর ফ্রি কিকে বেতিসের একজনের হেডে ডি বক্সের কোণায় বল পেয়ে যান তরুণ ফরোয়ার্ড। বুলেট গতির ভলিতে জটলার মধ্য দিয়ে জাল খুঁজে নেন তিনি। ১০১তম মিনিটে সমতা ফেরায় বেতিস। হেনরিকের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ব্যাক হিলে দর্শনীয় গোল করেন লরেন মোরন।
আগামী রোববার মাঠে গড়াবে স্প্যানিশ সুপার কাপের ‘এল ক্লাসিকো।’
Discussion about this post