স্পোর্টস ডেস্কঃ কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে সেউটার জালে গোল উৎসব করেছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সারির বার্সেলোনা ৫-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে। তৃতীয় স্তরের ক্লাব সেউটার বিপক্ষে নিয়মিত একাদশের একাধিক ফুটবলারকে শুরুতে রাখেন নি কোচ জাভি হার্নান্দেজ।
ম্যাচে জোড়া গোল করেছেন পোলিশ তারকা রবার্ত লেভানডফস্কি। অন্য তিনটি গোল করেছেন রাফিনহা, আনসু ফাতি ও ফ্র্যাঙ্ক কেসি। গত রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে স্প্যানিশ সুপার কাপ ফাইনাল জয়ী দলের ১০ জনকে এই দলে রাখেননি বার্সা কোচ জাভি। তবু বড় জয় পেয়েছে কাতালানরা।
সেউটার মাঠে শুরুতে স্বাগতিকদের রক্ষণ জাল ভাঙতে পারেনি বার্সা। অবশেষে ম্যাচের ৪১ মিনিটে রাফিনহার গোলে লিড নেয় স্প্যানিশ জায়ান্টরা। কেসিয়ের পাস থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাঁ পায়ের শট দূরের পোস্ট দিয়ে খুঁজে নেয় ঠিকানা। প্রথমার্ধে এটাই ছিল লক্ষ্যে প্রথম শট। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধ্বে বার্সাকে আর থামাতে পারেনি সেউটা। বিরতির পর মাঠে নেমেই ৫০ মিনিটে পোলিশ গোলমেশিন লেভানডফস্কির নিখুঁত শটে ব্যবধান বাড়ায় কাতালানরা। এই গোলেও নেপথ্যের কারিগর ছিলেন কেসিয়ে। তাঁর পাস থেকেই গোলের খাতায় নাম লেখান লেভা। ৭০ মিনিটে আনসু ফাতির দারুণ শট লক্ষ্যভেদ করলে ৩-০ তে এগিয়ে যায় বার্সা। সামনে থাকা এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন তিনি।
এর ঠিক সাত মিনিট পর বার্সা বল জালে জড়ানোর সুযোগ পেলে, তা আর হাত ছাড়া হতে দেয়নি। ফ্র্যাঙ্ক কেসির গোলে ব্যবধান হয় চার গোলের। ম্যাচের ৯০ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন লেভা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post