স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানে চলছে তালেবানের শাসন। তবে তাদের শাসনে নারীদের নিয়ে অনেক বাধ্যবাধকতা আছে। এর মধ্যে নারীদের ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছে আফগানিস্তান। আর সেটি শুরু থেকেই মেনে নিতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
নারী ক্রিকেট নিয়ে বরাবরই সাম্য নীতিতে বিশ্বাসী অস্ট্রেলিয়া। যার ফলে গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজ না খেলার সিদ্ধান্ত নেয় দেশটি। সেটার প্রতিবাদ জানাতে গিয়ে বিগ ব্যাশ না খেলার হুমকি দিয়েছিলেন আফগান তারকা রশিদ খান। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি।
এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও লিগের পক্ষ থেকে রশিদের খেলার কথা নিশ্চিত করা হয়েছে এএফপিকে। সোমবার ড্রাফটে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হবে। যেখানে রশিদের সঙ্গে আছেন মুজিব উর রহমান, নূর আহমেদ এবং ইজহারুলহক নাভিদ।
রশিদকে রিটেইন করার সুযোগ থাকছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের। ধারণা করা হচ্ছে, প্ল্যাটিনাম ক্যাটাগরিতে রশিদকে রেখে দেবে ফ্র্যাঞ্চাইজিটি। অন্তত টুর্নামেন্টের প্রথম সাত ম্যাচে তাকে পাবে অ্যাডিলেড। এরপর ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া সাউথ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে খেলবেন ২৪ বছর বয়সী এই লেগ স্পিনার।
বিগ ব্যাশের সব আসর মিলিয়ে সফলতম বিদেশি বোলার রশিদ। এখানে ৬৯ ম্যাচ খেলে ৯৮ উইকেট তার। এই টুর্নামেন্টে ৫০ উইকেটও নেই আর কোনো বিদেশি বোলারের। বিগ ব্যাশ ছাড়াও আফগান এই তারকা ক্রিকেটার নিয়মিত খেলেন আইপিএল, পিএসএল, বিপিএলসহ বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post