স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান সুযোগ পেয়েও খেলেন না বিগ ব্যাশে। তার কাছে সবার আগে দেশ। বিগ ব্যাশ খেললে অনেক টাকা পাবেন, কিন্তুু দেশকে খাটো করা হবে। সেজন্যই তিনি বিগ ব্যাশে না খেলার সিদ্ধান্তেই আছেন।
আফগানিস্তানে তালিবানি সরকারি ক্ষমতায় আসার পর থেকেই দেশটির সঙ্গে নির্ধারিত সিরিজও খেলছে না অস্ট্রেলিয়া। অজিদের অভিযোগ, তালেবানি সরকার নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাসী নয়। তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের নারীদের খেলাধুলা এক প্রকার বন্ধ।
নারীদের খেলাধুলায় সমান সুযোগ না থাকার কারণে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলে না অস্ট্রেলিয়া। তবে আফগান ক্রিকেটারদের জন্য বিগ ব্যাশের দরজা উন্মুক্ত ছিলো। কিন্তুু রশিদ খান জানিয়েছেন, যেই দেশ তার দেশের সঙ্গে ক্রিকেট খেলে না, তার সতীর্থদের সাথে খেলে না, সেই দেশের ক্রিকেটে তিনি খেলতে চান না। এতে করে তার দেশ ও সতীর্থরা খাটো হবেন।
বিগ ব্যাশের নিলামে নাম দিয়ে ছিলেন রশিদ খান। দলও পেয়েছিলেন। শুরুতে জানা গিয়েছিলো, ইনজুরির জন্য তিনি খেলবেন না। তবে রশিদ জানালেন, তিনি আগের সিদ্ধান্তেই অনড়। আগেও প্রতিবাদ জানাতে গিয়ে বিগ ব্যাশ থেকে নিজেকে প্রত্যাহার করিয়ে নিয়ে ছিলেন তিনি। এবারো তাই কারছেন।
রশিদ খান বলেন, ‘আপনারা আমার সতীর্থদের সঙ্গে খেলতে চান না। কিন্তু আমার সঙ্গে খেলতে চান। এখানে পার্থক্য কি? এখন আমি যদি খেলি তাহলে আমার সতীর্থদের খাটো করলাম। আমার দেশকেও খাটো করলাম। আমি যদি বিগ ব্যাশে খেলি, সেখানে খেললে হয়তো অনেক টাকা পাবো। কিন্তু আসল কথা হচ্ছে দেশের চেয়ে বড় কিছু নাই আমার কাছে। টাকা সেটা তো আসবে এবং যাবে। এটা কোনো বিষয় না।’
অস্ট্রেলিয়া আফগানিস্তানের সাথে সিরিজ খেললেই তাদের বিগ ব্যাশে খেলা উন্মক্ত হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘যদি তারা আমাদের বিপক্ষে খেলে এবং আমরা যদি তাদের বিপক্ষে খেলতে পারি- কেবল তাহলেই আমার সেখানে খেলার পথ উন্মুক্ত হবে। আমার মনে হয় এই সমস্যার এই একটাই সমাধানের পথ রয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post