নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথমবার আজ খেলেছেন সাকিব আল হাসান। বিকেএসপিতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথমবার প্রিমিয়ার লিগে মাঠে নামেন তিনি। তবে বিকেলে ম্যাচ না শেষ করেই ঢাকায় ফিরেন এই অলরাউন্ডার।
জানা গেছে বাণিজ্যিক কাজে দ্রুত ঢাকায় ফিরতে হেলিকপ্টারে সাভার ছেড়েছেন সাকিব। একটি বাণিজ্যিক পণ্যের প্রতিষ্ঠানের সাথে চুক্তি আছে সাকিবের। তাদের সাথেই এক অনুষ্ঠানে যোগ দিতে ম্যাচ শেষ হওয়ার আগেই চলে যান এই বাঁহাতি অলরাউন্ডার।
সাকিব যখন ফিরে যান, ম্যাচের তখনও বাকি ৪ ওভার। তবে দলকে জয়ের জন্য সুবিধাজনক অবস্থানে তুলে দিয়েই মাঠ ছাড়েন এই তারকা ক্রিকেটার। মোহামেডান অবশ্য ম্যাচটি জিতেছে ২২ রানের ব্যবধানে। সাকিবের যাওয়ায় কোনো ক্ষতি হয়নি তাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post