স্পোর্টস ডেস্ক:: দেখতে দেখতে ২০২৪ শেষের পথে। ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নেবে আরো একটি বছর। আসছে নতুন বছরের আগে পুরনো বছরের হিসেব-নিকেশ শুরু হয়েছে। বিশ্বে ক্রীড়াবিদদের মধ্যে বিদায়ী বছরে সবচেয়ে বেশি আয় কে করেছেন সেটি নিয়েই যতো কৌতুহল।
বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ ও ক্রীড়া–বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’ ২০২৪ সালে আয়ের দিক দিয়ে শীর্ষে থাকা ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করেছে।পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো অনেক দিন ধরেই সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে আছেন। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা ২০২৪ সালেও শীর্ষস্থান ধরে রেখেছেন।
বিশ্বের সর্বোচ্চ বেশি আয়করা পাঁচ ক্রীড়াবিদদের তালিকায় তিন জনই ফুটবলের। আছেন গলফের একজন ও বাস্কেট বলের একজন। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপেও। বিশ্বের জনপ্রিয় তিন ফুটবলারই আছেন আয়ের দিক দিয়ে সর্বোচ্চদের তালিকায়।
গলফের জন রাম ও বাস্কেটবলের লেব্রন জেমসও আছেন শীর্ষ পাঁচজনে। সবার ওপরে থাকা রোনালদো বিদায়ী বছরে আয় করেছেন ২৬ কোটি টাকা। দ্বিতীয় স্থানেই আছেন গলফের জন রাম। তিনি আয় করেছেন ২১ কোটি ৮০ লাখ ডলার। এরপরেই আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনে থাকা এই তারকা বিদায়ী বছরে আয় করেছেন ১৩ কোটি ৫০ লাখ ডলার।
চার নম্বরে আছেন বাস্কেট বলের তারকা লেব্রন জেমস। বিদায়ী বছরে তিনি আয় করেছেন ১২ কোটি ৮০ লাখ ডলার। শীর্ষে পাঁচজনের তালিকায় পাঁচে আছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। বিদায়ী ২০২৪ সালে তিনি আয় করেছেন ১১ কোটি ডলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০