স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দলে একটি পরিবর্তন অনুমিত ছিল। লর্ডস টেস্ট খেলে ক্যারিয়ারের ইতি টেনেছেন জেমস অ্যান্ডারসন। তাই বাধ্য হয়ে এই তারকা পেসারের বদলি খুঁজতে হয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।
ট্রেন্টব্রিজ টেস্টের জন্য অ্যান্ডারসনের বদলি হিসেবে মার্ক উডকে দলে যোগ করেছে ইংলিশরা। শনিবার এই পেসারকে দলে ডাকার কথা জানিয়েছে ইসিবি। নটিংহ্যামে আগামী বৃহস্পতিবার শুরু হবে উইন্ডিজ ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। এর আগে লর্ডসে ক্যারিবিয়ানদের ইনিংস ও ১১৪ রানে হারিয়ে কিংবদন্তি অ্যান্ডারসনের শেষটা দারুণভাবে রাঙায় ইংলিশরা। ম্যাচে ৪ উইকেট নেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার অ্যান্ডারসন।
দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, ক্রিস ওকস, মার্ক উড
Discussion about this post