স্পোর্টস ডেস্ক:: এক সাথে শুরু, এক সাথে বহুদূরের পথচলা, কত সংগ্রাম, কত লড়াই। কতশত অর্জন। মেসি-ডি মারিয়ার জুটিতে আর্জেন্টিনার স্বপ্নের বিশ্বকাপও জেতা হয়েছে। ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা। এবার থামতে হলো ডি মারিয়াকে।
আগামি বিশ্বকাপের বাছাই পর্বে চিলির বিপক্ষে ম্যাচে ডি মারিয়াকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে আর্জেন্টিনা দল। চোটের কারণে যে ম্যাচে আবার উপস্থিত ছিলেন না লিওনেল মেসি। নিজে উপস্থিত থাকলেও আবেগী বার্তা পাঠিয়েছেন। যেখানে লিখেছে, অনেক ভালোবাসি তোমায়। অনেক মিস করবো তোমায়।
লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া যেন আর্জেন্টিনার ফুটবলাকাশে একই বৃন্তে দুটি ফুল। আর্জেন্টিনার যুব দলের হয়ে অলিম্পিকে স্বর্ণ জয়ের মধ্যে দিয়ে দুজনের একসাথে পথচলা। এরপর কেবল অর্জনের গল্প দীর্ঘ হয়েছে।
বন্ধু ডি মারিয়ারকে নিয়ে বিদায়ী চিঠিতে মেসি শুরুতে লিখেছেন, ‘আশা করি, তুমি এই সন্ধ্যা তোমার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে উপভোগ করবে।’
চিঠিতে মেসি আরও লিখেছেন, ‘আমরা অনেক কিছু শেয়ার করেছি। কে ভাবতে পেরেছিল যে এভাবে শেষ হয়ে যাবে সেই মুহূর্তগুলো? আমি তোমাকে মিস করবো। অনেক ভালোবাসি তোমাকে। তোমার সঙ্গে খুব শিগগিরই দেখা হবে ফিদেও (ডি মারিয়ার ডাকনাম)। তোমাকে আমরা মিস করবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০