স্পোর্টস ডেস্কঃ ২০২৩-২৪ মৌসুমের জন্য ক্রিকেট উইন্ডিজের চুক্তিভুক্ত হয়েছেন ১৪ ক্রিকেটার। সর্বশেষ চুক্তিতে ছিলেন এমন ক্রিকেটারদের মধ্যে এই চুক্তিতে বাদ দেওয়া হয়েছে জার্মেইন ব্ল্যাকউডের মতন টেস্ট ব্যাটারকে। এদিকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সাবেক দুই অধিনায়ক জেসন হোল্ডার ও নিকোলাস পুরান এবং অলরাউন্ডার কাইল মায়ার্স। চুক্তির তালিকায় নতুন এসেছেন চারজন। তারা হলেন অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, তেগনারায়ণ চন্দরপল ও গুডাকেশ মোতি।
সিডব্লিউআই এর পুরুষ দলের প্রধান নির্বাচক ড. ডেসমন্ড হেইনস বলেন, ‘সামনের ব্যস্ত ক্রিকেটীয় সূচিতে আমরা দুই প্রধান কোচের সাথেই কথা বলেছি তারা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চান। আমাদের পথের ব্যাপারে আমরা খুবই পরিষ্কার। যাদের চুক্তিতে রাখা হয়েছে তারা ঘরের মাঠের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের বিবেচনাতে আছে। এছাড়া বড় দুইটি অ্যাসাইনমেন্ট হিসেবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে আমাদের টেস্ট সিরিজ আছে এবং ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপও আছে যার জন্য আমরা ক্রিকেটারদের তৈরি করতে চাই।’
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ ও ঠাসা সূচির কারণে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ঘটনা মোটেও নতুন নয়। বরং উইন্ডিজে এক যুগেরও বেশি সময় ধরে এটি হয়ে আসছে। ২০১০ সালেই ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোরা এমন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে ‘ফ্রিল্যান্স’ ক্রিকেটার হয়ে গিয়েছিলেন। এমনকি গেইল সে সময় উইন্ডিজের অধিনায়কও ছিলেন। এবার হয়তো সেই পথে হাঁটছেন হোল্ডার-পুরানরা। আসন্ন আইপিএলে রিটেইন ক্রিকেটার পুরান ও মায়ার্স। অবশ্য হোল্ডারকে ছেড়ে দিয়েছে তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
২০২৩-২৪ মৌসুমের জন্য উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির তালিকা: আলিক আথানেজ, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, তেজনারাইন চন্দরপল, জশুয়া দা সিলভা, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
আগের চুক্তি থেকে নেই: জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, ওবেড ম্যাককয়, নিকোলাস পুরান, ওডিন স্মিথ, হেইডেন ওয়ালশ জুনিয়র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post