স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দ্রুত তামিম, নাঈম ও সাকিবের উইকেট হারানোর পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।
তবে চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় সেই বিপর্যয় সামলাচ্ছেন। দলের দুঃসময়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন শান্ত। তার ফিফটিতেই এগুচ্ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৩.৫ ওভারে ৩ উইকেটে ৯৫ রান।
হাফ সেঞ্চুরিয়ান শান্ত চার বাউন্ডারিতে ৫২ রানে অপরাজিত আছেন। ২০ রানে অপরাজিত আছেন তাওহীদ হৃদয়।
টস জিতে আগে ব্যাট করতে নামা টাইগাররা পাওয়ার প্লে-তে হারিয়েছে দুই ওপেনার তানজিম হাসান তামিম ও নাঈম শেখকে। তাদের বিদায়ের পর অধিনায়ক সাকিবও ফিরেন দ্রুত। ইনিংসের ১১তম ওভারের চতুর্থ বলে দলীয় ৩৬ রানের মাথায় ব্যক্তিগত ১১ বলে ৫ রানে টাইগার অধিনায়ক সাজঘরে ফিরেন।
ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে ধনাঞ্জয়া ডি সিলভার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম শেখ। ব্যক্তিগত ১৬ রান করেন তিনি। ইনিংস উদ্বোধন করতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরেন তানজিদ হাসান তামিম। লঙ্কান স্পিনার মাহিশ থিকশানার বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন তিনি। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। থিকশানার ক্যারম বলে লাইন পুরো মিস করেন তামিম। বল প্যাডে লেগেছে। সতীর্থ নাঈম শেখের সাথে কিঞ্চিত আলাপচারিতায় আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ নেন নি তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post