স্পোর্টস ডেস্কঃ ঢাকায় এলেন আরেক ক্যারিবীয় স্যার কার্টলি অ্যামব্রোস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দিতে এসেছেন কিংবদন্তি এই পেসার। এর আগে আরেক কিংবদন্তি ক্রিকেটার, বাংলাদেশ দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজও ঢাকায় আসেন।
অ্যামব্রোসের ঢাকায় আগমন নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে। চলমান বিপিএলে আতহার আলি-শামীম আশরাফ চৌধুরীদের সঙ্গী হবেন তিনি। বিসিবির সেই ভিডিওতে অ্যামব্রোস বলেন, ‘খুব বেশি দিন হয়নি, ওরা উইন্ডিজ সফরে গিয়েছিল। আমি ধারাভাষ্য দিয়েছি তখন। উইন্ডিজকে বেশ বাজেভাবে হারিয়েছিল ওরা। বেশকিছু ভালো ক্রিকেটার আছে এখানে। ওরা কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’
সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন মনে করা হয় অ্যামব্রোসকে। ৯৮ টেস্টে ৪০৫ উইকেট শিকার করেছেন তিনি, ১৭৬ ওয়ানডেতে উইকেটে ২২৫টি। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্পেলগুলোর কয়েকটি করেছেন তিনি।
একদিন বিরতি দিয়ে মাঠে ফেরা বিপিএলে সোমবার মিরপুর হোম অফ ক্রিকেটে লড়াইয়ে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচ থেকেই শোনা যাবে অ্যামব্রোসের কণ্ঠের উত্তেজনা। একই দিন বিকেলের ম্যাচে খেলবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post