নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের ইতিহাসে সেরা বোলিং করেছেন তাসকিন আহমদ। স্পিড স্টারের আগুনে পুড়েছে ঢাকা ক্যাপিটালস। বল হাতে অপ্রতিরোধ্য হয়ে উঠা তাসকিন একাই শিকার করেছেন প্রতিপক্ষের সাত উইকেট। দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ হয়েছেন সমর্থকেরা। বিপিএলের ইতিহাসে তাসকিনের আগে কেউ সাত উইকেটের দেখা পাননি।
দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নামা ঢাকা ক্যাপিটালস যদিও ১৭৪ রান তুলেছে। তাসকিনের বিধ্বংসী বোলিং মোকাবেলা করেই চ্যালেঞ্জিং স্কোর গড়েছে দলটি।
টস জিতে ব্যাট করতে নামা ঢাকা ক্যাপিটালস দুই ওপেনারকে হারায় দ্রুত। দলীয় ৫ রানে ওপেনার লিটন দাস ফিরেন ডাক মেরে। আরেক ওপেনার তানজীদ তামিমও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ১৪ রানে ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৯ রানে প্যাভেলিয়নের পথ ধরেন তিনিও।
দ্রুত দুই উইকেট হারানো ঢাকা তৃতীয় উইকেটে ম্যাচে ফিরে। স্টিফেন ও শাহাদত মিলে গড়েন ৭৯ রানের জুটি। ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে দলীয় ৯৩ রানে স্টিফেনের বিদায় ভাঙে তাদের জুটি। ছয় চার ও দুই ছক্কায় ২৯ বলে ৪৬ রান করেন তিনি। চতুর্থ উইকেটে অধিনায়ক থিসারা পেরেরা দলীয় ১২৯ রানে সাজঘরে ফেরত যান। দুই ছক্কা ও এক চারে মাত্র ৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
চারে নামা শাহাদত হোসেনের হাফ সেঞ্চুরিতে ঢাকা রানের চাকা সচল রাখে। ইনিংস সর্বোচ্চ ৫০ রান করেন তিনি। ৪১ বলের ইনিংস সাজিয়েছেন সাত চারে। তিন চার ও এক ছক্কায় ১৩ বল ২৪ রান করেছেন সুবাম। ৯ বলে ১৩ রান করেন আলা উদ্দিন বাবু। ঢাকা থামে ৯ উইকেটে ১৭৪ রানে।
রাজশাহীর হয়ে তাসকিন সাতটি, হাসান মাহমুদ ও মোহর শেখ একটি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্য ১৭৫ রান করতে হবে রাজশাহীকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০