নিজস্ব প্রতিবেদকঃ নানা অব্যবস্থাপনাকে সঙ্গী করে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দুপুর ২টায় নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়বে নবাগত সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরের শের-ই বাংলায় ‘হোম অব ক্রিকেটে’ অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আগেই জানানো হয়েছিল, বিপিএলের উদ্বোধনী দিনে কোনো বড় আয়োজন থাকছে না। কনসার্ট করে এবং অন্যান্য আয়োজনের মাধ্যমে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করা হবে না। তবে বড়ভাবে না করলেও, ছোট করে আয়োজন করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
শেষ মূহুর্তে এসে জানা গেল, বিপিএলের উদ্বোধনী দিনে আয়োজিত হবে কনসার্ট। মূলত বিপিএলে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। উদ্বোধনী দিনেও থাকছে দুটি ম্যাচ। আর দুই ম্যাচের মাঝের সময়টাতেই হবে সেই কনসার্ট। আর বিকাল ৫টায় শুরু সেই কনসার্টে গান গাইবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’।
আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এই নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানিয়েছে ‘চিরকুট’ ব্যান্ড। যার ফলে বড় আয়োজন না থাকলেও, ছোট আয়োজনের মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে বিপিএলের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post