স্পোর্টস ডেস্ক:: দেখতে দেখতে বিপিএলের একাদশতম আসর শেষ হয়ে গেছে। সবচেয়ে ‘বির্তকি’ বিপি্এলে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতিও হয়েছে। এতোগুলো আসর শেষ হয়ে গেলেও বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সমর্থক গোষ্ঠী সেভাবে তৈরি হয়ে উঠেনি। টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশালই সেক্ষেত্রে কিছুটা এগিয়ে।
বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সবচেয়ে বড় সমর্থক গোষ্টী বরিশালের। ফ্যানবেইজ তৈরিতে দলটিই এগিয়ে আছে। তবে অন্য ফ্র্যাঞ্চাইজিরা সেভাবে ফ্যানবেইজ তৈরি করতে পারেনি। বিপিএলের জনপ্রিয়তা বাড়াতে, ফ্রাঞ্চাইজিদের ফ্যানবেইজ তৈরি করতে তাই বিসিবিকে নিয়ম বদলাতে বলেছেন টানা দু’বার বরিশালকে শিরোপা জেতানো অধিনায়ক তামিম ইকবাল।
ফ্র্যাঞ্চাইজিদের ফ্যানবেইজ তৈরি হয়ে উঠে মূলত ক্রিকেটারদের কেন্দ্রিক। ক্রিকেটারদের ভক্ত-সমর্থকরা সংশ্লিষ্ট ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজিকে বেছে নেন। বিপিএলও এর বাইরে নয়। কিন্তুু বিপিএল ফ্র্যাঞ্চাইজিরা প্রতি বছরই ক্রিকেটার পরিবর্তন করেন, তাদের সমর্থকেরা তাই দল পরিবর্তন করেন। বিসিবির নিয়ম অনুযায়ী প্রতিটি আসরে ফ্র্যাঞ্চাইজিরা সর্বোচ্চ তিনজন ক্রিকেটার ধরে রাখতে পারে।
এই নিয়মের কারণে ফ্র্যাঞ্চাইজিরা পুরনো ক্রিকেটারদের ধরে রাখেত পারেননি। তাই সেভাবে ফ্যানবেইজও গড়ে উঠেনি। তামিম সেই নিয়ম পাল্টে প্রতি আসরে অন্তত পক্ষে পাঁচজন ক্রিকেটার ধরে রাখার সুযোগ দিতে বলেছেন। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিরা তাদের পুরনো তারকাদের ধরে রাখতে পারবেন। তাদের ফ্যানবেইজও ধীরে ধীরে গড়ে উঠবে।
তামিম ইকবাল বলেন, “এত কষ্ট করে একটা ফ্যানবেইজ তৈরি করেছি আমরা। প্রথম বিপিএল থেকে সবাই চায় যে, সব ফ্র্যাঞ্চাইজির একটা ফ্যানবেইজ হোক। আইপিএলের উদাহরণ দেই আমরা। সেখানে নিয়ম কখনও পরিবর্তন হয় না। তাই মূল ক্রিকেটাররা একই দলে থেকে যায়। (বিপিএলে) তিন বছরের একটা চক্র শেষ হয়েছে। পাঁচ বছরের চক্র আসবে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের মূল ক্রিকেটারদের ধরে রাখার একটা সুযোগ দেওয়া উচিত।”
তিনি আরো বলেন“আপনি যদি মাত্র একজনকে ধরে রাখেন তাহলে তো এত দিন ধরে যে (ফ্যানবেজ) গড়েছেন, সব শেষ হয়ে যাবে। তাই যদি ৫টা, ৬টা বা ৪টা… কমপক্ষে ৪ জন ধরে রাখার সুযোগ যদি দেয়, তাহলে ফ্যানবেইজ যে তৈরি হয়েছে, তা আরও বড় হবে। ক্রিকেটাররাও ওই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। তাই আমি আশা করি, যখনই পরের আসরের নিয়মকানুন করবেন উনারা (বিসিবি), এই জিনিসটা যেন মাথায় রাখেন।”
ফ্র্যাঞ্চাইজি মালিকানা বদলালেও দল যেনো না বদলে সেটার পক্ষে তামিম। তিনি বলেন, ‘যেটা সমস্যা হয়, মালিকপক্ষ বদলে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, চিটাগং এবার এক মালিক, পরের বছর আরেক মালিক। কিন্তু এটাতেও দল তো একই থাকছে, ক্রিকেটাররা একই থাকছে। তাই মালিক পরিবর্তন হোক বা না হোক, অন্য কেউ আসুক বা না আসুক, কেউ যদি চিটাগংয়ের প্রতিনিধিত্ব করে থাকে, তাহলে তাকে একই স্কোয়াডে ধরে রাখার অনুমতিটা রাখা উচিত।”
চ্যম্পিয়ন অধিনায়ক আরো বলেন, “তাদের যদি ইচ্ছে হয় যে ধরে রাখবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু মালিক বদলে যাওয়ার কারণে অন্য দলগুলো ভুগবে, এটা ঠিক নয়। তাই আমার মনে হয়, অন্তত যদি ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ যদি দেয়, তাহলে এই ধরনের ফ্যানবেজ, আপনারা যা দেখছেন, এটা আরও বড় হবে।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০