নিজস্ব প্রতিবেদক:: লাইনে দাঁড়িয়ে বিসিবির বুথ থেকে বিপিএলের টিকিট কিনতে হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের টিকিট অনলাইনে ছেড়েছে। বিসিবির ওয়েবসাইট থেকে দর্শকেরা বিপিএলের টিকিট কিনতে পারবেন।
এর বাইরে বিপিএলের স্পন্সরশিপ কেনা মধুমতি ব্যাংক থেকেও কেনা যাবে বিপিএলের টিকিট। আগামিকাল থেকে ঢাকায় শুরু হবে বিপিএলের টিকিট কেনা যাবে মুধমতি ব্যাংকের মিরপুর-১১, মতিঝিল (ঢাকা চেম্বার বিল্ডিং), উত্তরা (জসিম উদ্দীন রোড), গুলশান, ধানমন্ডি (পুরান রোড ২৭), কামরাঙ্গির চর ও ভিআইপরি রোড (পল্টন স্কাউট বিল্ডিং) ব্রাঞ্চ থেকে।
বিসিবি জানিয়েছে, আজ রোববার বিকের ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মধুমতি ব্যাংকের এসব শাখা থেকে টিকিট কেনা যাবে। আগামিকাল উদ্বোধনী দিন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিক্রি করা হবে বিপিএলের টিকিট।
এবারের বিপিএলে টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ২০০০ হাজার টাকা। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ। সমর্থকদের বিসিবিতে ভীড় না করে সংশ্লিষ্ট জায়গা থেকে টিকিট কিনতে বলা হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০