স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর নিয়ে তোড়জোর শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। পূর্ব সূচি অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারিতে হওয়ার কথা রয়েছে বিপিএলের আগামী আসর। তবে এর আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।
ইতিমধ্যেই বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে যোগাযোগ করা হয়েছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিই আগামী আসরে অংশগ্রহণের বিষয়ে সম্মত হয়েছে। তবে দুই-একটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের সিদ্ধান্ত জানায়নি। যদিও বিসিবি নিজেদের পরিকল্পনা মতোই এগিয়ে যাচ্ছে। সময়মতোই করা হবে প্লেয়ার্স ড্রাফট।
এই প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরি সুজন গণমাধ্যমকে বলেন, ‘বিপিএলের গত আসরে যারা খেলেছে, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। বেশির ভাগ দল অংশগ্রহণ নিশ্চিত করেছে। দুই-একটা দল এখনও সিদ্ধান্ত জানায়নি। তারা জানালে পরের পদক্ষেপ ঠিক করব। আমরা এরই মধ্যে একটা সময় নির্ধারণ করেছি প্লেয়ার্স ড্রাফটের। এরপর ধাপে ধাপে এগিয়ে যাব। প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post