নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক কে? পরিসংখ্যান কিংবা অন্যান্য দিক, যাই বলা হয় না কেন মাশরাফী বিন মোর্ত্তাজার নাম আসতে বাধ্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্ষেত্রেও একই বিষয়। বিপিএলের সেরা অধিনায়ক ম্যাশ।
টুর্নামেন্টের আগের ৮ আসরের মধ্যে ৪ বারই শিরোপা জিতেছেন অধিনায়ক মাশরাফী। তিনটি ভিন্ন দলের হয়ে ট্রফি উঁচিয়ে ধরেছেন। টুর্নামেন্টের ইতিহাস বলে, ফাইনালে কখনো হারেন না এই তারকা। ৪ বার ফাইনাল খেলেছেন, আর প্রতিবারই বিজয়ী দলের নামটা সেই মাশরাফী।
২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে চ্যাম্পিয়ন করেছিলেন ম্যাশ। সেবার ফাইনালে বরিশাল বার্নাসকে হারিয়েছিলে ঢাকা। এরপর ২০১৩ সালে ফের ঢাকাকে চ্যাম্পিয়ন করিয়েছেন তিনি। সেবার ফাইনালে ঢাকা জিতেছিল চিটাগং কিংসের বিপক্ষে।
২০১৪ সালে মাঠে গড়াতে পারেনি বিপিএল ফিক্সিংসহ বিভিন্ন ইস্যুর কারণে। ২০১৫ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতান মাশরাফী। সেবার ফাইনালে বরিশাল বুলসকে হাড্ডহাড্ডি লড়াইয়ে হারিয়ে প্রথম শিরোপা জিতে কুমিল্লা। সবশেষ ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে শিরোপা উঁচিয়ে ধরেন ম্যাশ। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে জিতেন শিরোপা।
বিপিএলের প্রথম পাঁচ আসরের চার বারই খেলেছেন ফাইনাল। আর প্রতিবারই শিরোপাজয়ী অধিনায়কের নামটা ঐ মাশরাফী। এবার আরও একটি আসর। আর সেখানে ফাইনালে অধিনায়ক সেই মাশরাফী। জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপিএলের নবম আসরে খেলছেন নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের হয়ে। প্রথম আসরে খেলতে নেমেই ফাইনালে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে নায়কের ভূমিকায় মাশরাফী।
‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের’ ম্যাজিকে ভর করেই এত দূর এসেছে সিলেট। চায়ের দেশে আধিপত্য স্থানীয়দের। যার পেছনেও মাশরাফীর অবদান। শিরোপা লড়াইয়ের ম্যাচে বৃহস্পতিবার সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ তিন বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরের হোম অব ক্রিকেটে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। মাশরাফীর নেতৃত্বে আরও একটি শিরোপা আসবে, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post