নিজস্ব প্রতিবেদকঃ ফরচুন বরিশাল প্লে-অফে উঠতে পারলেই, খেলতে আসবেন ডেভিড মিলার। এমনটাই কথা ছিল। নিজের কথা রেখেছেন মিলার। প্লে-অফে উঠা বরিশালের হয়ে খেলতে এসেছেন বাংলাদেশে। তবে দক্ষিণ আফ্রিকার এই বিধ্বংসী ব্যাটারের আবার ফাইনালে পাওয়া নিয়ে শঙ্কা ছিল।
কারণ বিয়ে করতে চলেছেন মিলার। সম্প্রতি বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ততার মাঝেই কথা রাখতে শুধু এসেছেন বিপিএলে। ফাইনালে তাকে তাই পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে সেই শঙ্কা কেটে গেছে। বিপিএলের ফাইনালে খেলবেন ‘কিলার মিলার’ খ্যাত এই তারকা। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
এতে করে বরিশালের শক্তি মজবুতই থাকল ফাইনালে। টুর্নামেন্ট জুড়েই শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়ে খেলছে বরিশাল। শেষ দিকে কাইল মায়ার্স ও ডেভিড মিলারের অন্তর্ভুক্তি সেই শক্তি বাড়িয়ে দেয় অনেকটাই। দুজনই ফাইনালে খেলবেন। তাই কুমিল্লার সাথে বরিশালের শিরোপার লড়াইটা বেশ জমজমাট হবে বলেই ধারণা করা হচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post