স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের কমতি ছিল না শুরুতে। প্রতিদিনই কোনো না কোনো নতুন অব্যবস্থাপনার সঙ্গী হচ্ছিল টুর্নামেন্ট। ডিআরএস নেই, এডিআরএসের বিভ্রান্তিকর সিদ্ধান্ত, প্রোডাকশন ভুল, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তসহ বিপিএল নিয়ে অখুশি চারিদিকেই।
তবে দিনের পর দিন মাঠের খেলায় রঙ ছড়িয়ে বিপিএলে বেড়েছে উন্মাদনা। এছাড়া প্লে-অফে ফিরেছে ডিআরএস। আসছে তারকা বিদেশিরাও। এবার বিপিএলের শেষটায় চমক দেখাতে চায় বিসিবি। আগেই জানিয়েছিল আয়োজকরা, কিছু একটা থাকছে বিপিএলের শেষ দিকে।
এবার তারই অংশ হিসেবে, বিপিএলের শেষ দিন অর্থাৎ, ফাইনালে কনসার্ট রাখছে বিসিবি। যেখানে পারফর্ম করবেন নগরবাউলের জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ও ঢাকা। এর বাইরে নিয়মিত আতশবাজি তো থাকছেই, সঙ্গে যোগ হচ্ছে বিম শো।
১৬ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। এর আগে বিকাল সাড়ে ৩টা থেকে বা সাড়ে ৪টা থেকে শুরু হবে কনসার্ট। আর ফাইনাল শেষে রাতে থাকবে ঝমকালো আতশবাজি ও বিম শো। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি সুজন।
সুজন বলেন, ‘আমরা পরিকল্পনা করেছি, ফাইনালের দিন বাড়তি কিছু ব্যবস্থা থাকবে। এর মধ্যে আমাদের দেশের যেসব নামকরা ব্যান্ড আছে, তাদের মধ্য থেকে কয়েকটিকে আমন্ত্রণ জানিয়েছি সঙ্গীত পরিবেশনের জন্য। আমরা চেষ্টা করছি, বড় যেসব ব্যান্ড আছে, বিশেষ করে জেমস, ওয়ারফেজ, মাকসুদ ভাই আছেন। প্রাথমিকভাবে উনাদের সাথেই কথা হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post