নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের একাদশতম আসরের সেরা খেলোয়াড় হয়েছেন মেহেদী হাসান মিরাজ। খুলনা টাইগার্সের অধিনায়কের হাতেই উঠছে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। ব্যাট হাতে ৩৫৫ রান করছেন মিরাজ, বল হাতে নিয়েছেন ১৩টি উইকেট।
ব্যাট-বল হাতে সামন থেকেই নেতৃত্ব দিয়েছেন খুলনা। সাদা-মাটা দলকে নিয়ে লড়াই করেছেন পুরাো বিপিএল জুড়ে। একক নেতৃত্বে খুলনাকে প্লে-অফেও তুলেন মিরাজ। বিপিএল জুড়ে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন টুর্নামেন্ট সেরা হয়ে।
মিরাজের দল খুলনা টাইগার্স ১২ ম্যাচের ছয় ম্যাচ জিতেছিলো। জয়গুলোতে দারুণ অবদান ছিলো তার। কখনো ওপেনিং করেছেন, কখনো টপ অর্ডারে ব্যাটিং করেছেন। দলের ভীষন প্রয়োজনীয় মূহুর্তে বোলিং করেছেন। ব্যাট-বলে সমান তালে পারফর্ম করেছেন বিপিএলের এই আসরে।
শুক্রবার মিরপুরের হোম অব ক্রিকেটে জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে এবারের আলােচিত-সমালোচিত বিপিএলের। ফাইনালের মহারণে চিটাগাং কিংসকে তিন উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল।
মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করা চিটাগাং কিংস পারভেজ হোসেন ইমন আর খাজা নাফার ব্যাটে ১৯৪ রানের বড় পূঁজি পেয়েছিলো। তবে তা শিরোপা জয়ের জন্য শেষ পর্যন্ত আর যথেষ্ট হয়নি। ফরচুন বরিশাল সাত উইকেট হারিয়ে জিতে গেছে ট্রফি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০