স্পোর্টস ডেস্ক:: তামিম ইকবাল এমনই। যখন যেটা বলার সোজা সাপটাই বলে দেন। বিপিএল নিয়ে সমালোচনা আগেও করেছেন। শাস্তির মুখেও পড়েছেন। এবার বিপিএল শুরুর আগই ফরচুন বরিশালের অধিনায়ক জানিয়ে দিলেন, বিপিএলের জন্য কনসার্ট নয়, ক্রিকেটের উন্নয়নে, টুর্নামেন্টের উন্নয়নে বিনিয়োগ করার কথা।
ফারুক আহমদের নেতৃত্বাধীন বিসিবি এবারের বিপিএলকে অন্যভাবে আয়োজনের কথা বলছে শুরু থেকেই। তবে তেমন নতুন কোনো নতুত্ব এখনো চোখে পড়েনি। বলার মতো কেবল কনসার্ট হয়েছে। যদিও বিদেশী শিল্পী এনে আগেও কনসার্ট হতো বিপিএলে, এবারো তাই হয়েছে। ব্যতিক্রম বলতে এবার ঢাকার বাইরে অন্য ভেন্যুগুলোতেই কনসার্ট হয়েছে।
বিপিএল শুরুর বেশ কয়েক দিন আগে ঢাকায় হওয়া কনসার্টে শুধু একজন শিল্পীর পেছনেই চার কোটি টাকা খরচ করতে হয়েছে ক্রিকেট বোর্ড। পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফতেহ আলী খান বিপিএল টি-২০ মিউজিক ফেস্টের জন্য শুধু পারিশ্রমিক বাবতই নিয়েছেন তিন কোটি ৪০ লাখ টাকা।
তবে এসব কনসার্টে মনযোগী না হয়ে বিসিবিকে বিপিএলের উন্নয়নে মনযােগী হতেই পরামর্শ দিচ্ছেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের হয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি বিলেন, ‘সত্যি কথা বলতে আমি অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে নয়।’
বিপিএলের নতুনত্ব নিয়ে তামিম ইকবাল বলেন, ‘ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারব যে এটা নতুন বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনো হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, তবে আমি ছিলাম না দেশে। মন্তব্য করাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ আমি জানি না কালকে কী আছে আমাদের জন্য। তবে এতটুকু বলতে পারি, কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, আমি এতটুকু বলব যে যদি আপনি বিপিএল পরিবর্তন করতে চান; টুর্নামেন্ট ও ক্রিকেটে ইনভেস্ট করুন।’
মিরপুরের হোম অব ক্রিকেটে কাল থেকে শুরু হচ্ছে বিপিএল। দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০