নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ওপরের দিকে ব্যাটিং করতে চান মেহেদি হাসান মিরাজ। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকা ক্রিকেটারা খেলবেন এই দলের জার্সিতে। তাই এবারের আসরে তাদের প্রত্যাশাও অনেক। সবমিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন সাকিবের দল।
বাংলাদেশের জার্সিতে ৫টি টোয়েন্টিতে ওপেন করেতে নেমে প্রায় ২১ গড়ে ১০৬ রান করেছেন মিরাজ। এছাড়া বিপিএলেও ওপেন করার অভিজ্ঞতা আছে এই ডানহাতি ক্রিকেটারের। বিপিএলে নিজের ব্যাটিং পজিশন প্রসঙ্গে মিরাজ বলেন, ‘অবশ্যই টিম ম্যানেজমেন্ট এটার (ব্যাটিং পজিশন) সিদ্ধান্ত নেবে। এখনো সময় বাকি আছে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আসবে কোন জায়গায় ব্যাটিং করবো।’
মিরাজ আরো বলেন, ‘আমি মনে করি, টিমের পজিশন অনুযায়ী আমাকে যেখানেই খেলাবে, সব সময় এই কথাটা বলে এসেছি। আমি চাইবো যে, ওপরে ব্যাটিং করার জন্য নিজে থেকে। তারাও আত্মবিশ্বাসী আছে। দেখি শেষ পর্যন্ত কি হয়।’
ফরচুন বরিশাল দল-
সরাসরি চুক্তি : সাকিব আল হাসান, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান), উসমান কাদির (পাকিস্তান), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) ও করিম জানাত (আফগানিস্তান)।
ড্রাফট : মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, হায়দার আলি (পাকিস্তান), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম ও সালমান হোসেন ইমন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post