নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে বিপিএলের ট্রফি ঘরে তুলতে সক্ষম হয়েছে ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শুক্রবার ৬ উইকেটে হারিয়ে পাওয়া জয়ে ট্রফিটি বরিশালের প্রথম। শিরোপা জেতার মঞ্চে দলের খেলোয়াড়রা ব্যক্তিগত পুরস্কার পাওয়ার দৌড়েও আধিপত্য দেখিয়েছেন।
বিপিএল ফাইনালে ছিল পুরস্কারের ছড়াছড়ি। সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা খেলোয়াড়, সেরা ফিল্ডারের পুরস্কার দিয়েছে আয়োজকরা। বরিশালের শিরোপা উদযাপনের রাতে এসব পুরস্কার তুলে দেয়া হয়েছে।
বিপিএলের প্রাইজমানি:
প্লেয়ার অব দ্য ফাইনাল: কাইল মায়ার্স – ১ উইকেট ও ৪৬ রান (৫ লাখ টাকা),
বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট: নাঈম শেখ – ৮ ক্যাচ (৩ লাখ টাকা),
সর্বোচ্চ উইকেট শিকারি: শরিফুল ইসলাম – ২২ উইকেট (৫ লাখ টাকা),
সর্বোচ্চ রান সংগ্রাহক: তামিম ইকবাল – ৪৯২ রান (৫ লাখ টাকা),
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: তামিম ইকবাল – ৪৯২ রান (১০ লাখ টাকা),
রানার্স-আপ টিম: কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১ কোটি টাকা),
চ্যাম্পিয়ন টিম: ফরচুন বরিশাল (২ কোটি টাকা)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post