স্পোর্টস ডেস্ক:: বিপিএলের প্লেয়ার্স পেমেন্ট নিয়ে রীতিমতো তামাশা করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দু’একটি ফ্র্যাঞ্চাইজি শর্তানুযায়ী খেলোয়াড়দের পারিশ্রমিক দিলেও বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের পারিশ্রমিক না দিয়েই খেলিয়ে যাচ্ছে বিপিএল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের নিয়ম অনুযায়ী বিপিএল শুরুর আগেই খেলোয়াড়দের পারিশ্রমিকের ৫০ ভাগ টাকা দিয়ে দিতে হবে। বাকী ৫০ ভাগের ২৫ ভাগ বিপিএলের মাঝামাঝিতে এবং বিপিএল শেষে সবশেষ ২৫ ভাগ টাকা দিতে হবে।
একাদশতম আসরের অর্ধেক শেষ। অথচ এখনো বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়ের কোনো টাকাই দেয়নি। অবস্থা এমন হয়েছে, পারিশ্রমিকের দাবিতে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা বুধবার অনুশীলন বাতিল বয়কট করেছেন। এর আগে সিলেটে ম্যাচ খেলতেও অস্বীকৃতি জানিয়ে ছিলেন তারা।
এমন অবস্থায় করণীয় নির্ধারণে জরুরী বৈঠকে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ সন্ধ্যার কিছু পরই মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবির শীর্ষ কর্তাদের বৈঠককটি শুরু হওয়ার কথা রয়েছে।
ফ্র্যাঞ্চাইজি থেকে ক্রিকেটারদের দেওয়া চেক অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে প্রত্যাখান হওয়ার ঘটনা ঘটেছে। আর এজন্য দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছেন। গতকাল ১৪ জানুয়ারি , ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়ার কথা ছিল দুর্বার রাজশাহীর। ক্রিকেটারদের দেওয়া চেকও পাস হয়নি। সেখানে মঙ্গলবার রাতে টিম থেকে জানানো হয়, টাকা দেয়া হবে দিনদুয়েক পরে। তাতেই বেকে বসেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ক্রিকেটারদের তাই সাফ কথা, টাকা না পেলে তারা অনুশীলন করবেন না।
অনুশীলন বয়কটের আগে ক্রিকেটাররা সিলেট পর্বে রাজশাহীর শেষ ম্যাচে মাঠে নামতে চাননি। টাকা দিয়ে দেওয়া হবে জানিয়ে অনুরোধ করে ক্রিকেটারদের ম্যাচটি খেলানো হয়। কিন্তুু এবার চট্টগ্রামে নির্ধারিত অনুশীলন শেসন বার্তি করেছেন ক্রিকেটাররা। রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি অবশ্য সাংবাদিকদের বলেছেন ভিন্নকথা। তার দাবি, খেলোয়াড়দের বিশ্রাম দেয়া হয়েছে। পারিশ্রমিক না পেয়ে খেলোয়াড়রা অনুশীলন করছেন না, এমন প্রশ্নে তিনি বলেন, এই তথ্য কোথা থেকে পেয়েছেন এই প্রতিবেদক। পরে তিনি বলেন, যে এই কথা বলে তার নাম বললে তিনি ওই ব্যক্তির সাথে কথা বলবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র/ডেস্ক/০০