স্পোর্টস ডেস্ক:: বিপিএলের আগামি আসরে দল কিনতে চায় ৩/৪টি ফ্র্যাঞ্চাইজি। বিসিবির সঙ্গে যোগাযোগ করছে এসব প্রতিষ্ঠানের মালিকরা। ক্রিকেট বোর্ডও একটি ফ্র্যাঞ্চাইজি বাড়ানোর চিন্তা-বাবনা করছে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরনো ফ্র্যাঞ্চাইজি গুলোতেই আস্থা রাখছে। গত আসরের ফ্র্যাঞ্চাইজিগুলো অবশ্য ক্রিকেট বোর্ড থেকে তিন বছরের নিশ্চয়তা নিয়েছিলো। বোর্ড চাইছে না পুরনো ফ্র্যাঞ্চাইজির কাউকে বাদ দিতে।
কোনো ফ্র্যাঞ্চাইজি দল চেড়ে দিতে চাইলে নতুনদের থেকে কাউকে বেছে নেবে বোর্ড। পুরনোরা দল ছাড়তে না চাইলে তাদের কাছেই থাকবে মালিকানা। এক্ষেত্রে ক্রিকেট বোর্ড একটি ফ্র্যাঞ্চাইজি বাড়াতে পারে। ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন এমনটি।
বিপিএলে দল নিতে ৩/৪টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে জানিয়ে শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটে ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের বলেন,‘আমাদের কাছে আগ্রহী তিন-চারটা প্রতিষ্ঠানের নাম নেওয়া আছে। আগের কেউ যদি কন্টিনিউ করতে না চায় তাহলে আমরা পরিবর্তন করে দিতে পারি। আমাদের যদি স্লট বাড়ে তাহলে একটা টিম বাড়াতেও পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post