স্পোর্টস ডেস্ক:: এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। বিপিএলে পারফর্ম করে সরাসরি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিয়েছেন বাঁহাতি পেসার আকিফ জাভেদ। পাকিস্তানের এই তরুণ পেসার সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে বল হাতে দুর্দান্ত ছিলেন। ইকোনমিকেল বোলিংয়ের পাশাপাশি উইকেট শিকারেও ছিলেন দারুণ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে। তবে শেষ মূহুর্তে গিয়ে ইনজুরিতে পড়েছেন হারিস রউফ। মঙ্গলবারই ছিলো চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বদলের শেষ সুযোগ। পিসিবি তাই হারিস রউফের বদলে বিপিএলে পারফর্শ করা আকিফ জাভেদকে দলে নিয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত করেছেন আকিফ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন যৌথ ভাবে। বল হাতে ভালোই সার্ভিস দিয়েছেন রাইডার্সদের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযােগ পেয়েছেন সেই পারফরম্যান্সে।
পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে ‘লোয়ার গ্রেড সাইড স্ট্রেইন’ ইনজুরিতে পড়েন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ। সেই চোট তাকে ত্রিদেশীয় সিরিজতো বটেই, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে দিয়েছে।
বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলে ছিলেন আকিফ। এবারের বিপিএলে খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। ১১ ম্যাচে তার শিকার ২০ উইকেট। পেসার খালেদ আহমদের সঙ্গে যৌথ ভাবে আছেন দ্বিতীয় স্থানে। ওভারপ্রতি দিয়েছেন মাত্র ৬.৬৯ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০