স্পোর্টস ডেস্ক:: বিপিএলে বরিশাল ফ্র্যাঞ্চাইজি মানেই বড় তারকা। মালিকানায় ভিন্নতা থাকলেও বরিশাল সব সময়ই বিপিএলে বড় তারকাদের এনে থাকে। বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে অতীতে খেলেছেন ক্রিস গেইল, ডেভিড মিলারদের মতো বড় তারকারাও।
এবারো বিপিএলে বরিশাল বড় চমক দিলো। পাকিস্তানের বড় তারকা শাহিন আফ্রিদীকে দলে ভিড়িয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আগামি আসর শুরু করবে শাহিন আফ্রিদীর মতো বড় তারকাকে নিয়েই।
ফরচুন বরিশাল নিশ্চিত করেছে, শাহিন আফ্রিদীকে দলে নেওয়ার বিষয়টি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৫ জানুয়ারি পর্যন্ত ছাড়পত্র দিয়েছে শাহিন আফ্রিদীকে। অর্থাৎ শুরুর পাঁচটির মতো ম্যাচ খেলতে পারবেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার।
ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা জানিয়েছেন, বরিশাল সরাসরি চুক্তিতে শাহিন আফ্রিদীকে দলে নিয়েছে। পাকিস্তানের এই তারকা পেসার প্রথমবারের মতো আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলতে। বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মতোই শক্তিশালী দল গঠন করেছে।
বিদেশী ক্রিকেটারদের মধ্যে ফরচুন বরিশালে আছেন কাইল মায়ার্স ডেভিড ম্যালান, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ ও জাহানদাদ খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০