নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৬ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। এদিন সন্ধ্যায় রংপুর রাইডার্স খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
গত বছরের মতো এবারও বিপিএলের ব্যবহার করা হবে এডিশনাল ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস)। গত আসরে ৮ ম্যাচ পর ব্যবহার করা হয়েছিল এডিআরএস। এবার শুরু থেকে পাওয়া যাবে এই প্রযুক্তি। এই খবর নিশ্চিত করেছেন বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক।
মল্লিক বলেন, ‘এই মুহুর্তে হক-আই এবং ভার্চুয়াল আই প্রযুক্তি পাওয়া যাচ্ছেনা। সাধারণত ভার্চুয়াল আই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে আমদানি করা হয়। যদি হক-আই আনা হলে আগেই তাদের নিশ্চিত করতে হবে।’
এবারের আসরের কোয়ালিফাইয়ার, এলিমিনেটর এবং ফাইনালের মতো নক আউট ম্যাচগুলোতে ডিআরএস ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছেন মল্লিক। তিনি বলেন, ‘আমরা এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচের মতো নক আউটের সব ম্যাচেই ডিআরএস ব্যবহার করতে পারবো। কারণ ঐ সময় সকল প্রযুক্তি পাওয়া যাবে।’
এবার বিপিএলে চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। গতবার ছিল ১ কোটি টাকা। রানার্সআপ পাবে অর্ধেক, মানে ১ কোটি টাকা, যেটার প্রাইজমানি গতবার ছিল ৫০ লাখ। এছাড়া ম্যান অব সিরিজ ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post