স্পোর্টস ডেস্কঃ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার হবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে পরের দুই ম্যাচ শনি ও রোববার। আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
ঘোষিত আফগান দলে জায়গা হারালেন মোহাম্মদ নবি। বিপিএলে ভালো করে সবশেষ এশিয়া কাপের পর দলে ফিরেছেন করিম জানাত। চলতি বিপিএলের এলিমেনিটর পর্যন্ত খেলা ফরচুন বরিশালের জার্সিতে ১৩ ম্যাচ খেলেছেন আফগান এই অলরাউন্ডার। এই ১৩ ম্যাচে ব্যাট হাতে করেছেন ২২২ রান। উইকেট নিয়েছেন ১০টি।
নবি ছাড়াও দল থেকে বাদ পড়াদের তালিকায় আছেন কাইস আহমেদ, দারউইস রাসুলি, মোহাম্মদ সেলিম ও উসমান গনি। অভিষেকের অপেক্ষায় থাকা জহির খান ও রহমত শাহকে দলে ডেকেছে এসিবি। ডাক পেয়েছেন আফসার জাজাই, নুর আহমেদ ও নিজাত মাসুদ। শরাফউদ্দিন আশরাফ নিজের জায়গা ধরে রেখেছেন।
আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাভিন-উল-হক, নিজাত মাসুদ, নুর আহমেদ, রহমত শাহ, শরাফউদ্দিন আশরাফ ও জহির খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post