স্পোর্টস ডেস্ক:: খেলোয়াড়ী জীবনের ইতি টেনে কোচিং পেশায় নাম লিখিয়েছেন মোহাম্মদ আশরাফুল। আইসিসি লেভেল-৩ কোচিং করা কোর্স করা আশরাফুল বিভিন্ন প্রতিষ্ঠানে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এবার তাঁকে কোচের দায়িত্বে দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে।
বিপিএলে রংপুর রাইডার্সের কোচিং শিবিরে দেখা যাবে মোহাম্মদ আশরাফুলকে। দেশে একটি গণামাধ্যমে এমন তথ্য জানিয়েছেন তিনি। তবে সব কিছু চূড়ান্ত নয়। রংপুর রাইডার্স পরিবারের সাথে কোচিং প্যানেলে থাকা নিয়ে তার কথা বার্তা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির কোচিং প্যানেলে তিনি কাজ করার ব্যাপারে বেশ আশাবাদী।
ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হয়ে ফিরে আসার ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু দিন খেলেছেন মোহাম্মদ আশরাফুল। তবে তার আর জাতীয় দলে ফেরা হয়নি। ঘরোয়া ক্রিকেটে খেলার সময়ই গত বছর তিনি খেলোয়াড়ী জীবনের ইতি টানেন। অবসরের আনুষ্ঠানিক কোনো ঘোষণা অবশ্য দেননি। অলিখিত অবসরের পর দুবাইয়ে আইসিসি লেভেল-ত্রি কোচিং কোর্স করেন।
দেশের একটি গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘কয়েকটা দলের সঙ্গেই আলাপ হয়েছে কাজ করার জন্য। গতবছরও আমার করার কথা ছিল। কিন্তু শেষমুহূর্তে হয়নি। তারপর বিপিএলে আমি অ্যানালাইসিস করেছে একটি চ্যানেলের হয়ে। এবারও ইচ্ছা আছে কাজ করার। কথা হচ্ছে। খুব সম্ভাবনা আছে যে এইবার বিপিএলে কোচ হিসেবে কাজ করব। সেটা রংপুর রাইডার্স হতে পারে ইনশাআল্লাহ।’
আশরাফুল আরও বলেন, ‘এখন পর্যন্ত যত জায়গায় কাজ করেছি তরুণদের সাথে, টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তাদের চিন্তাটা একদম ভিন্ন। সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে টেকনিক অতটা গুরুত্বপূর্ণ না, এটা তারা মনে করে। কিন্তু বেসিক শক্তিশালী হলে আপনি যেকোনো ফরম্যাটে খেলতে পারবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০