নিজস্ব প্রতিবেদকঃ বিপিএল ইতিহাসে লজ্জার রেকর্ডে নাম লেখালেন কুমিল্লার মুশফিক হাসান। এই পেসার বিপিএলের ইতিহাসে চার ওভারের স্পেলে সবচেয়ে বেশি রান দিয়েছেন। জিমি নিশামের তাণ্ডবে বিপিএল ইতিহাসের খরুচে বোলিংয়ের তালিকায় সবার ওপরে উঠে গেল তার।
মুশফিক ফেলেছেন চলতি মৌসুমেই চট্টগ্রামের আল-আমিনের গড়া লজ্জার রেকর্ড। বিপিএলে আজ (সোমবার) প্রথম কোয়ালিফায়ারে মুশফিক দিয়েছেন ৭২ রান। তাতেই রংপুর দাঁড় করিয়েছে ১৮৫ রানের বিশাল সংগ্রহ।
নিজের চার ওভারের কোটা দুই স্পেলে শেষ করেছেন মুশফিক। দুইবারই দিয়েছেন ৩৮ রান করে। প্রথম স্পেলে সান্ত্বনা হিসেবে ছিল নিকোলাস পুরানের মূল্যবান উইকেট। কিন্তু পরেরবার তাও হয়নি। ২৪ বলের মধ্যে ১৩ বলেই হজম করেছেন বাউন্ডারি। তাকে ৮ চার এবং ৫ ছক্কার মার খেতে হয়েছে। বিপরীতে ডট বল মোটে ৪টি।
বিপিএলে ইতিহাস গড়লেও টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে অষ্টম খরুচে বোলার এখন মুশফিক। টি-টোয়েন্টি ক্রিকেটে চার ওভারের স্পেলে সবচেয়ে খরুচে বোলার ম্যাটি ম্যাককির্নান। ডার্বিশায়ারের এই বোলার ৪ ওভারে ৮২ রান দিয়ে খরুচে বোলারের তালিকায় শীর্ষে রয়েছেন। ২০২২ সালে সামারসেটের বিপক্ষে এই রেকর্ড গড়েন ম্যাককির্নান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post