স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী আসরে সরাসরি চুক্তিতে বেনি হাওয়েলকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গত বিপিএলে ফাইনাল খেলা সিলেট ফ্র্যাঞ্চাইজি। এর আগে গত মাসের শেষ দিকে হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে গড়পড়তা মানের দল গড়ে তারা।
গত আসরের ক্রিকেটারদের মধ্যে মাশরাফী বিন মোর্ত্তজাসহ মোট ৪ জনকে রিটেইন করেছে সিলেট। বাকিরা হচ্ছেন জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত এবং তানজিম হাসান সাকিব। সরাসরি চুক্তিতে তেমন কাউকে দলে ভেড়ায়নি সিলেট। তবে প্লেয়ার্স ড্রাফট থেকে নিয়েছে কার্যকরী বেশ ক্রিকেটারকে।
মিডল অর্ডারটা বেশ সমৃদ্ধ সিলেটের। রায়ান বার্ল, হ্যারি টেক্টর, বেন কাটিংয়ের মত নামীদামী বিদেশি ক্রিকেটার আছেন সিলেটের ডেরায়। সেই সাথে দলে আছেন জাওয়াদ রোয়েন, সালমান হোসেন ইমনের মত আনকোরারাও। জাতীয় দলে খেলা ইয়াসির আলী চৌধুরী রাব্বিও মিডল অর্ডারে দলের বড় আস্থার নাম হতে যাচ্ছেন।
এদিকে সরাসরি চুক্তিতে সিলেটে নাম লেখানো হাওয়েল এর আগেও বিপিএল খেলেছেন। ফ্রান্সের বোরডক্স শহরে জন্ম নিলেও তিনি বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। সেখানে স্কুলে পড়া অবস্থাতেই ক্রিকেটের হাতেখড়ি। এরপর মাঠ মাতিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার।
বিপিএলে এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন হাওয়েল। খেলেছেন খুলনা টাইটান্সের হয়েও। এবার বিপিএল মাতানোর অপেক্ষায় গত আসরের ফাইনালিস্ট সিলেটের জার্সিতে। ছেলেবেলা অস্ট্রেলিয়ায় কাটালেও তিনি ঘরোয়া ক্রিকেট খেলেন ইংল্যান্ডে। কাউন্টি ক্রিকেটে বেশ নামডাক হাওয়েলের।
সিলেট স্ট্রাইকার্স- মাশরাফী বিন মোর্ত্তজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, রায়ান বার্ল, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাইম হাসান, জাওয়াদ রোয়েন, সালমান হোসেন ইমন, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্থ, বেন কাটিং, জর্জ স্ক্রিমশো ও বেনি হাওয়েল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post