নিজস্ব প্রতিবেদকঃ ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল উন্মাদনা এবার শুরু হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ম্যাচের আগেরদিন আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টা থেকে ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। সর্বনিম্ন মাত্র ২০০ টাকায় বিপিএলের ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।
এবারের বিপিএল নিয়ে তেমন কোনো প্রচারণা নেই চট্টগ্রামে। বন্দর নগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আসরের প্রথম পর্বে দুই ম্যাচ খেলে জিতেছে একটিতে। ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবচেয়ে বেশি পাঁচ ম্যাচ খেলবে চট্টগ্রাম। শুক্রবার স্বাগতিক চট্টগ্রাম-ফরচুন বরিশালের ম্যাচের মধ্যে দিয়ে বিপিএল চট্টগ্রাম পর্বের শুরু হবে।
এবারের ‘বিতর্কিত’ বিপিএল নিয়ে চট্টগ্রামের স্থানীয় দর্শকদের মধ্যে নেই তেমন উন্মাদনা। নির্ধারিত স্থানে টিকিট বিক্রি শুরু হলেও খুব বেশি আগ্রহ নেই দর্শকদের। এদিকে আসর মাঠে গড়ানোর আগে শেষ মূহুর্তের প্রস্তুতি সারছে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বুধবার থেকেই এখানকার মাঠকর্মীদের ব্যস্ততা বেড়ে গেছে।
বৃহস্পতিবার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে স্বাগতিক চট্টগ্রাম। আগের দিন (বুধবার) চট্টগ্রামের দলটি নিজেদের অনুশীলন সেরেছে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে। বিপিএলে চট্টগ্রাম পর্ব চলবে ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। মাঝে ১৫ ও ১৮ জানুয়ারি থাকবে বিরতি। দিনে দুইটি করে ৬ দিনে মোট ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এক টিকিটেই দেখা যাবে দিনের দুইটি খেলা।
ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ১ হাজার টাকা ও রুফটপ হসপিটালিটির দাম রাখা হয়েছে ১৫০০ টাকা। সাগরিকা বিটাক মোড় সংলগ্ন বুথ এবং নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের বুথ থেকে দর্শকরা টিকিট কিনতে পারবেন। এছাড়া অন্যদিন ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন নির্ধারিত সময়ে টিকিট কেনার সুযোগ পাবেন দর্শকরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post