নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে আসছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ওয়েন পারনেল। এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। বাঁহাতি তারকাকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
সদ্য সমাপ্ত এস টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসের অধিনায়ক হয়ে মাঠ মাতিয়েছেন পারনেল। ক্রিকেট বিশ্বে আইপিএল, পিএসএল, সিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন পারনেল। করেছেন অধিনায়কত্বও। তবে কখনোই দেখা যায়নি বিপিএলে। এবার তাকে দেখা যাবে প্রথমবারের মতো।
এখন পর্যন্ত ২৮৮টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২৮১ ইনিংসে বল করে ২৫.২৬ গড় আর ৮.০৭ ইকোনোমি রেটে ৩০৫ উইকেট শিকার করেছেন।
ব্যাট হাতে ১৭৫ ইনিংসে ২০৩৫ রান করেছেন। ১২১.৭১ স্ট্রাইক রেট। নামের পাশে রয়েছে ৫টি ফিফটি। সর্বোচ্চ ৯৯ রানের ইনিংস খেলেছেন। মূলত লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন পারনেল। শেষের দিকে ঝড় তোলার চেষ্টা করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post