স্পোর্টস ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারায় গোলাম রব্বানি ছোটনের দল। রোববার দ্বিতীয় এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের মূল পর্বের খেলা আগামী বছর এপ্রিলে হওয়ার কথা রয়েছে। মূল পর্বের আয়োজক ইন্দোনেশিয়া। এদিকে সিঙ্গাপুর জয় করে ঢাকায় সোমবার সকাল সাড়ে ছয়টায় পৌঁছায় অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই দলকে অভ্যর্থনা জানান বাফুফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
ফুলেল শুভেচ্ছার পাশাপাশি এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশীপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হওয়া দলের সবাইকে মিষ্টিমুখ করান তুষার। তবে নির্বাহী কমিটির কেউ বিমানবন্দরে উপস্থিত ছিলেন না। রোববার সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে রোববার ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচের ২১ মিনিটে প্রথম লিড নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ব্যবধান ২-০ করে তারা। ৬৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করে সিঙ্গাপুরের ম্যাচে ফেরার আশা একপ্রকার শেষ করে দেয় অতিথিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post