স্পোর্টস ডেস্ক:: ইতিহাসের পাতায় নাম লেখান একজন পাইলট। টেস্ট খেলুড়ে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে হাঁকালেন ট্রিপল সেঞ্চুরি। জিম্বাবুয়ের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে দেশটির ইতিহাসে আরো একটি ট্রিপল সেঞ্চুরির মালিক আন্তুম আমির নাকভি।
তিন দেশের ছোঁয়া লেগেছে নাকভির গায়ে। জন্ম তার বেলজিয়ামে। বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। ক্রিকেট খেলাও শুরু অস্ট্রেলিয়াতে। আর ট্রিপল সেঞ্চুরির হাঁকালেন জিম্বাবুয়ের প্রথম শ্রেণীর ক্রিকেটে। প্রবাসী ক্রিকেটার হিসেবে জিম্বাবুয়ে পেশাদার ক্রিকেট খেলছেন নাকভি।
দেশটির প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট লোগান কাপের ম্যাচে অপরাজিত ট্রিপল সেঞ্চুরিতে রেকর্ড গড়েছেন নাকভি। হারারাতে মাটাবেলেল্যান্ড টাস্কার্সের বিপক্ষে মিড ওয়েস্ট রাইনোজের হয়ে এই ইনিংসটি খেলেন নাকভি। ম্যাচের দ্বিতীয় দিনে দল ৮৪ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে যান তিনি। বলের সঙ্গে পাল্লা দিয়ে শতরান পূরণ করেন ৯৯ বলে। সেখান থেকে দুইশ স্পর্শ করেন ২২১ বলে। ২৯৫ বলে স্পর্শ করেন ত্রিশতক। ৩০ চার ও ১০ ছক্কায় এই ইনিংস সাজান নাকভি।
এর আগে ১৯৩২ সালে পানামায় জন্ম নেওয়া জর্জ হেডলি জ্যামাইকার হয়ে অপরাজিত ৩৪৪ রানের ইনিংস খেলেছিলেন। জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ছিল ২৭৯। ১৯৬৭-৬৮ মৌসুমে দক্ষিণ আফ্রিকার কুরি কাপে অপরাজিত ইনিংসটি খেলেছেন রে গ্রিপার।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ ম্যাচে ৪ সেঞ্চুরিতে নাকভির রান এখন ৭১৫। উইকেট আছে ২০টি। লিস্ট ‘এ’ ক্রিকেটেও দুর্দান্ত এই নাকভি। সেখানেও ৮ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ১ ফিফটি করে ফেলেছেন। ব্যাটিং গড় ৭৩.৪২, স্ট্রাইক রেট ১১০.৭৭। উইকেট নিয়েছেন ৯টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post