স্পোর্টস ডেস্কঃ আইপিএল থেকে সপ্তাহখানেকের ছুটি নিয়ে নিজের দেশ অস্ট্রেলিয়ায় ফিরছেন দিল্লি ক্যাপিটালসের তারকা মিচেল মার্শ। মূলত বিয়ে করতে দিল্লি থেকে সাময়িক বিদায় নিয়েছেন এই অলরাউন্ডার। এক বিবৃতিতে মার্শের আইপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
চলতি আইপিএলের প্রথম দুটি ম্যাচে রান পাননি মার্শ। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য ও গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ রানে আউট হয়েছিলেন তিনি। দিল্লিও তাদের প্রথম দুই ম্যাচ জিততে পারে নি। টানা দুই হার দিয়ে আসর শুরু করা ডেভিড ওয়ার্নারের দল পরবর্তী ম্যাচ খেলবে আগামীকাল। রাজস্থান রয়্যালসের বিপক্ষে এই ম্যাচে থাকবেন না মার্শ।
দিল্লির বোলিং কোচ জেমস হোপস বলেছেন, ‘মার্শকে আমরা পরের কয়েকটা ম্যাচে পাব না। ও বিয়ে করতে দেশে ফিরছে।’ প্রথম একাদশের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার দেশে ফিরে যাওয়ায় সমস্যা হতে পারে দিল্লির। মেনে নিয়েছেন হোপস। মার্শ আগে থেকেই ছুটি চেয়ে রেখেছিলেন দিল্লি ফ্র্যাঞ্জাইজ়ি কর্তৃপক্ষের কাছে। আর তাই কয়েকদিনের ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। ছুটি কাটিয়ে আবার দলে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
দিল্লি ক্যাপিটালস স্কোয়াড- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ইয়াস ধুল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, এনরিখ নর্কিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদীপ যাদব, প্রবীন দুবে, ভিকি ওস্তওয়াল, ফিল সল্ট, ইশান্ত শর্মা, মুকেশ কুমার, মানিষ পান্ডে, রাইলি রুশো ও মুস্তাফিজুর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post