স্পোর্টস ডেস্কঃ সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে একরকম উড়িয়েই দিয়েছে লিভারপুল। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্না স্লটের দল। লুইস দিয়াসের জোড়া গোলের পর ব্যবধান বাড়ান মোহাম্মদ সালাহ।
লিভারপুলের বিপক্ষে এই হার নিয়ে ভাবছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ডাচ এই কোচ বললেন, তিনি হ্যারি পটার নন যে জাদুর কাঠি ঘুরিয়ে মুহূর্তে সব ঠিক করে দেবেন। ম্যাচ শেষে টেন হাগ বলেন, ‘আমি তো হ্যারি পটার নই। আপনাদের এটা বুঝতে হবে। তিনজনই তো মৌসুমে আজই (গতকাল) প্রথম একাদশে খেলেছে।’
টেন হাগ আরও বলেন, এটা মৌসুমে মাত্র তৃতীয় ম্যাচ, আমাদের নতুন দল গড়তে হবে। আমি অনেকবার এটা ব্যাখ্যা করেছি। আমরা তা তৈরি করব। দল গড়ার মতো আমাদের তরুণ খেলোয়াড় ও (অভিজ্ঞ) ফুটবলার আছে। আমরা ভালো করব। এটা পরিষ্কার যে, আমাদের উন্নতি করতে হবে। তবে আমি আত্মবিশ্বাসী যে, মৌসুম শেষে আমাদের আরেকটি শিরোপা উঁচিয়ে ধরার বড় সুযোগ থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০