স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক বিরতির পর শনিবার মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। লিগ টেবিলে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ২২ জয় ও ৩ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে গানাররা। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
লিভারপুল-সিটি ম্যাচের আগে দুই দলের সমীকরণ একেবারেই ভিন্ন। পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা গার্দিওলার দল ভালোভাবেই আছে শিরোপার লড়াইয়ে। এখন পর্যন্ত এক ম্যাচ বেশি খেলে সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে আর্সেনাল। আর ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লিভারপুল। বাদ পড়ে গেছে লিগ কাপ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে। মৌসুম শেষে হয়ত শিরোপাহীন থাকতে হবে ইয়ের্গুন ক্লপের দলকে।
শনিবার লিভারপুলের বিপক্ষে এ্যাপেনডিকস অস্ত্রোপচারের কারণে খেলতে পারছেন না সিটির তারকা ফিল ফোডেন। ২২ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার গত সপ্তাহে ওয়েম্বলিতে ইউক্রেনের বিরুদ্ধে ইউরো বাছাইপর্বের ম্যাচ শুরু হবার ঠিক আগ মুহূর্তে দল থেকে ছিটকে যান। লন্ডনে তার অস্ত্রোপচার করানো হয়েছে।
ফোডেনের চোটের বিষয়ে এক বিবৃতিতে সিটি জানিয়েছে, ‘ফিল ম্যানচেস্টারে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। ঘরের মাঠে সপ্তাহের শেষে লিভারপুলের বিরুদ্ধে ম্যাচটির জন্য সে যথেষ্ঠ ফিট অবস্থায় নেই। এই মুহূর্তে তার ফিরে আসার বিষয়টি বেশ অষ্পষ্ট।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post