স্পোর্টস ডেস্কঃ ভারতের বিশ্বকাপজয়ী মহাতারকা শচিন টেন্ডুলকারের একটি ভাস্কর্য স্থাপন হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে গত ফেব্রুয়ারিতে ঘোষণা দেন, ‘বিশেষ উপহার’ হিসেবে টেন্ডুলকারের একটি ভাস্কর্য স্থাপন করা হবে ওয়াংখেড়েতে। এটি হবে ২০ ফুট উঁচু।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সামনেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের একাধিক ম্যাচ আছে। এর কোনো একটি ম্যাচ শুরুর আগে টেন্ডুলকারের ভাস্কর্য উন্মোচন করা হবে। এ বিষয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র বলেছে, ‘ভাস্কর্যটি স্টেডিয়ামের শচীন টেন্ডুলকার ও বিজয় মার্চেন্ট স্ট্যান্ডের মাঝে বসানো হতে পারে। বিশ্বকাপের কোনো একটি ম্যাচের আগে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এটি উদ্বোধন করতে পারেন।’
মুম্বাইয়ে ২০১১ বিশ্বকাপ জেতেন টেন্ডুলকার। সাবেই এই ব্যাটিং গ্রেটের ক্রিকেটের সাথে পথচলা এই মুম্বাইয়ে। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ক্রিকেটার ১০ বছর আগে এ মাঠেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন। এরই সম্মানার্থে ওয়াংখেড়ে বসছে টেন্ডুলকারের ভাস্কর্য। চলতি বছরের মার্চে ইন্দোরের হলকার স্টেডিয়ামে উন্মোচন করা হয়েছিল ভারতের প্রথম টেস্ট অধিনায়ক কর্নেল সিকে নাইডুর ভাস্কর্য। এবার হচ্ছে টেন্ডুলকারের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post