স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মহারণ আজ। শনিবার দিবাগত রাত ১টায় ২০২২-২৩ মৌসুমের শিরোপা নির্ধারণী ম্যাচ। তুরষ্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের মহারণে মুখোমুখি লড়বে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান।
দীর্ঘদিন ধরে সিটিজেনদের লালিত স্বপ্ন শিরোপা জেতা। কেননা, এর আগে কখনোই শিরোপা জিততে পারেনি দলটি। মাত্র একবার ফাইনাল খেলার সৌভাগ্য হয়েছে। ২০২১ সালে শিরোপার একেবারে কাছে গিয়েও, সেটি ছোঁয়া হয়নি। ফাইনালে চেলসির বিপক্ষে ১-০ গোলে হারে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় ম্যান সিটির।
যেকোনোভাবেই তাই এবার ট্রফি ছুঁয়ে দেখতে চায় ম্যান সিটি। শিরোপা জিততে দলটির বড় অস্ত্র আর্লিং হালান্ড। চলতি মৌসুমের শুরুতে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে সব মিলিয়ে ৫২ গোল করেছেন এই স্ট্রাইকার। নরওয়ে তারকা ১২টি গোল করেছেন এবারের চ্যাম্পিয়ন্স লিগে। দুর্দান্ত ফর্মে থেকে দলকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন তিনি।
স্বাভাবিকভাবেই ফাইনালের চাপ ছুঁয়ে যাচ্ছে হালান্ডকে। জানিয়েছেন, বিশেষ কিছু করার জন্যই ম্যান সিটি তাকে এনেছে। প্রিমিয়ার লিগ ও অন্যান্য শিরোপা তাকে ছাড়াই ম্যান সিটি জিতেছে। কিন্তু, চ্যাম্পিয়ন্স লিগ জিতেনি। তাই। এই ইউরোপ সেরা ট্রফি জিতে বিশেষ কিছু করতে চান তিনি।
হালান্ড বলেন, ‘আমি অবশ্যই চাপ অনুভব করছি। আমি যদি না বলি, তাহলে মিথ্যা বলা হবে। তারা (ম্যান সিটি) আমাকে ছাড়া প্রিমিয়ার লিগ জিতেছে, আমাকে ছাড়া তারা প্রতিটি শিরোপা জিতেছে। তাই আমি এখানে এমন একটি কাজ করতে এসেছি, যা ক্লাবটি আগে কখনও করেনি এবং সে লক্ষ্যে আমি নিজের সেরাটা ঢেলে দেব।’
২২ বছর বয়সী হালান্ড আরও বলেন, ‘আমি এখানে আসার আগে তারা পরপর দুইবার প্রিমিয়ার লিগ জিতেছে। তাই তারা জানে যে কীভাবে প্রিমিয়ার লিগ জিততে হয়। তাদের এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগ জেতা বাকি। বিশেষ কোনো কারণেই আমি এখানে এসেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post